Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ

রাজৈর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ । কাল পরিক্রমায় আজ হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম –১১ নং হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৯.৩৬ বর্গ কিঃ মিঃ (৩.৬১ বর্গমাইল)

গ) লোকসংখ্যা – (২০১৩ সালের আদম শুমারি অনুযায়ীঃ পুরুষ= ৭,৫৪০ জন, মহিলা=৬,৭২৬ জন, মোটঃ ১৪,২৬৬ জন)


ঘ) ভোটার সংখ্যা -(২০১৪ ইং সনের উপজেলা নির্বাচনের তথ্য মতে মোট ভোটার সংখ্যাঃ পুরুষঃ ৩,৬১১ জন মহিলাঃ ৩,৩৭৪ জন মোটঃ ৬,৯৮৫ জন)

ঙ) গ্রামের সংখ্যা – ৭ টি।

চ) মৌজার সংখ্যা – ৫ টি।


ছ) খানা সংখ্যা- ১৯৭৭ টি।


জ) হাট/বাজার সংখ্যা - ১ টি।

ঝ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –নছিমন/মটরসাইকেল/ভ্যান/ইজিবাইক।

ঞ) শিক্ষার হার – ৪৯.৪%। (২০১৩ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

সরকারী প্রাথমিক বিদ্যালয় – ৫ টি,

মাধ্যমিক বিদ্যালয় ....০১ টি,

দাখিল মাদ্রাসা- .....০১ টি।



ট) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই


ঠ) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।


ড) ইউপি ভবন স্থাপন কাল – ৩১/১২/২০০৪ইং।


ঢ) দায়িত্বরত চেয়ারম্যান –মোঃ রেজাউল করিম মাতুব্বর


ণ) নব গঠিত পরিষদের বিবরণ –

১) শপথ গ্রহণের তারিখ –১২/০১/২০২২ইং

২) প্রথম সভার তারিখ – ১৩/০১/২০২২ ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৩/০১/২০২৬ইং

ত) গ্রাম সমূহের নাম
 

ওয়ার্ড নং

 গ্রামের নাম

উত্তর হোসেনপুর

জগারদিয়া

বাটিয়ারকান্দা

মহেন্দ্রদী

দক্ষিণ চাঁদপট্টি

মহেন্দ্রদী

হরিদাসদী

হরিদাসদী

গোয়াল বাথান


থ) ইউনিয়ন পরিষদ জনবল –

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেট -১ জন।

৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

৫) ডিজিটাল সেন্টার উদ্যোক্তা – ০২ জন।


দ) স্বাস্থ্য কমপ্লেক্স - ১ টি

ধ) কমিউনিটি ক্লিনিক - ২ টি