Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ইতিহাস

পটভূমি:

কালের স্বাক্ষী বহনকারী কুমার নদীর তীরে গড়ে  উঠা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হচ্ছে হরিদাসদী-মহেন্দ্রদী  ইউনিয়ন। কালপরিক্রমায় আজ হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান,আর্থিক সচ্ছলতা, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

 

ইউনিয়ন পরিষদের অবস্থান :

মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন মহেন্দ্রদী পরিষদ ভবন। হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, ও সাতবাড়ীয়া হাট পাশাপাশিই অবস্থিত।

 

 

এক কথায় ইতিহাস:

মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন টি নতুন ইউনিয়ন এবং হরিদাসদী ও মহেন্দ্রদী গ্রাম দুটি অবহেলিত ছিলো তাই এই গ্রামের জনগন খিপ্ত হয়ে গ্রারে প্রখ্যাত ব্যক্তিদের বলে পরে এই ব্যক্তিরা আনেক কস্ট  ও সোরম দিয়ে হোসেনপুর ও কবিরাজপুর ইউনিয়ন থেকে ভাগ করে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন করা হয়।