Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন

জুগের সাথে তাল মিলিয়ে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের যোগাযোগ বাবস্থা অনেক উন্নত

মাদারীপুর জেলার রাজৈর থানা হতে মাত্র ১২ কিলোমিটার দূরে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন এবং মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিতিত হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ ভবন।  এখানে আসতে হলে আগে রাজৈর বাসস্ট্যান্ড নেমে রাজৈর বাসে আসতে হবে। এছারা নছিমন, মাহিন্দ্রা, মটরসাইকেল, ভ্যান, ইজি বাইকে করে ও আশা যায়। এই ইউনিয়নের প্রতিটি গ্রামের সাথে প্রতিটি গ্রামের  সুন্দর যোগাযোগের ব্যাবস্থা আছে।

কালের স্বাক্ষী বহনকারী কুমারনদীর তীরে গড়ে  উঠা  একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।